Home » » গ্রামীনফোন দিয়ে আনলিমিটেড ফ্রী PC ইন্টারনেট সাথে সুপার ফাস্ট ডাউনলোড।

গ্রামীনফোন দিয়ে আনলিমিটেড ফ্রী PC ইন্টারনেট সাথে সুপার ফাস্ট ডাউনলোড।

TrickBD এর সকল মেম্বার দের জানাই সালাম।
আর কত Your Freedom দিয়ে সুপার Slow ইন্টারনেট চালাবেন,
তাই নিয়ে আসলাম আপনাদের জন্য এই সুপার ফাস্ট ডাউনলোড সহ গ্রামীণ ফোন এর এই Trick টা।
চলুন কাজ শুরু করা যাক......

.star. প্রথমে আপনার পছন্দমত একটা গ্রামীণফোন এর প্যাঁক কিনুন। MB/TK রাখবেন না কিন্তু প্যাক কিনে নিবেন তাহলে স্পীড টা ভাল থাকবে আপনার প্যাক এর মেয়াদ যত দিন থাকবে। [Note: Click প্যাক ব্যাবহার করবেন না, আমার জানামতে জিপি Click প্যাক এর স্পীড কমাই দিসে।]

তারপর, এখান থেকে Inject Header Query soft টা ডাউনলোড করেন এবং Setup দেন।

আবার এখান থেকে Proxifire soft টা ডাউনলোড করেন এবং Setup দেন।
এটা ওপেন করলে সিরিয়াল কী চাইবে ।

সিরিয়াল কী দেন=
ZNZWL-6YEQB-3WC3X-99ZU6-RNDVB



.star. এবার SIM কে PC suite অথবা Modem দিয়া [apn=gpwap] দিয়ে Connect করেন।
gpwap


এবার Inject Header Query টা ওপেন করেন, আর দেওয়া Screenshot এর মত করে সব সেট করেন।
1)
1.jpg


'Main' ট্যাব 'Use Proxy' টা Mark করেন
'Start' এর আগের ফাঁকা ঘর এ লিখুন '8080' ।

2)
2.jpg


এবার দ্বিতীয় ট্যাব 'Server' এ ক্লিক করেন, দিয়ে 'Header- wap.gpworld.com' এবং Proxy- 10.128.1.2 আর তার পার্শের ঘর এ Port-8080 দিন।
সবশেষে 'Net Data' তে 'Front' Option টা মার্ক করে দিন।

Header=
wap.gpworld.com


Proxy=
10.128.1.2


Port=
8080



3)
3.jpg

.star. এবার 'File' এ click দিয়ে 'save' করে দিন। Main ট্যাব থেকে 'Start' এ click দিয়ে ওটা Minimize করে দিন।


.star. এখন Proxifire টা ওপেন করেন আর Screenshot এর মত করে সব সেট করেন।**

5)
Proxifire (1).jpg

Proxifire টা ওপেন করার পর, 'profile' এ click দেন এবং 'proxy servers' এ click করেন।


6)
Proxifire (2).jpg

proxy servers এ click দেওয়ার পর একটা ছোট্ট BOX আসবে সেটার 'add' এ click করেন।


7)
Proxifire (3).jpg

'add' এ click দেওয়ার পর একটা BOX আসবে সেখানে 'address' দেন 127.0.0.01 আর 'port' দেন 8080 । Protocol সিলেক্ট করেন 'HTTPS' দিয়ে 'ok' করে দিন।

Proxy=
127.0.0.1


Port=
8080



8 )
Proxifire (4).jpg


আবার Proxifire এর profile এ click দেন এবং 'proxification Rules' এ click করেন।

9)
Proxifire (5).jpg


proxification Rules' এ click দেওয়ার পর একটা BOX আসবে সেখানে 'add' এ click করেন।

10)
Proxifire (6).jpg

Add এ click দেওয়ার পর একটা BOX আসবে সেখানে Name দিন 'IHQ' আবার Browse এ click করেন আর 'Inject Header Query' soft টা যেখানে রেখেছেন সেটা Select করে দিন। এখন Action টা 'Direct' সিলেক্ট করেন এবং সব BOX গুলা OK করে দিন।
Proxifire টা মিনিমাইজ করে দিন।

.star.
2014-01-06_22-42_Connection Settings.jpg

এবার আপনার ব্রাউজার কে ভাল স্পীড এর IP দিয়ে সেটিং করে নিন(যেমন টা আমি উপরের স্ক্রীনশট এ করেছি) তাহলে গুগল, ফেসবুক ব্যাবহার করতে ঝামেলা হবে না। ভাল স্পীড এর IPপেতে এখানে দেখতে পারেন
.star. ফেসবুক এ অবশ্যই https://www.facebook.com দিয়ে ঢুকবেন।
.star. আপনার যদি ডাউনলোড এ প্রভ্লেম হয় তাহলে যে IP টা ব্রাউজার এ ব্যাবহার করছেন সেটা IDM (internet Download Manager) এও সেট করে নেন।



.star. NOTE: কিছু সাইট এ ঢুকতে প্রবলেম হতে পারে, তাই যেকোনো একটা ভাল Proxy অ্যাড্রেস দিয়ে ব্রাউজ করতে পারেন। যেমন= https://www.zacebook.com আজ এইটুকুই। ধন্যবাদ সবাই ভাল থাকবেন এবং TrickBD এর সাথেই থাকবেন।

কোন প্রবলেম হলে আমার সাথে Facebook এ যোগাযোগ করতে পারেন এখানে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts

Blogger দ্বারা পরিচালিত.
>

Teknologi

Multimedia Updates

Total Pageviews

Blog Archive

?max-results=7">See all post'); document.write('

( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":"safiqulislam","width":550,"height":250,"sid":"Chitika Default"}; var placement_id = window.CHITIKA.units.length; window.CHITIKA.units.push(unit); document.write('
'); }()); ?max-results=7">Tokoh Kita Hari Ini

'); document.write(" ?max-results="+numposts6+"&orderby=published&alt=json-in-script&callback=showrecentposts7\"><\/script>");

Facebook

Label 1


Map

Flag Counter

Text Widget

Text here

Followers

Berita Luar Negeri

Bangladesh


widgets

Test Footer 2

Recent Templates

Social Buttons

Video

About Templatezy

Unordered List

Popular Posts

Popular Posts

GENRES

Video Of the Day


Facebook

 
Copyright © 2015 ALL NEW MUSIC VIDEO FREE
Distributed By Gooyaabi Templates